পত্র সূত্র নং- বিসিবিএল/প্রকা/মার্কেটিং/২০২৪/১৫৭৬ মার্কেটিং ডিভিশন তারিখঃ ২৭/০২/২০২৪ সকল শাখা ব্যবস্থাপক/উপশাখার ইনচার্জ বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড বিষয় ঃ Financial Literacy Guidelines for Banks and Financial Institutions এর আওতায় তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ কর্তৃক ’আর্থিক সাক্ষরতা দিবস’ পালন অনুমোদন প্রসঙ্গে। প্রিয় মহোদয়, বাংলাদেশ ব্যাংক পত্র সূত্র নং-এফআইডি/২০৩/০২/২০২৪-৫৭৩ তারিখঃ ০৫-০২-২০২৪ইং এর মাধ্যমে সকল তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহ কর্তৃক ’আর্থিক সাক্ষরতা দিবস’ পালনের নির্দেশনা রয়েছে। প্রতি বছর মার্চ মাসের ১ম সোমবার দিবসটি উদযাপন করা হবে। তদানুযায়ী আগামী ৪ মার্চ ২০২৪ ইং তারিখে দ্বিতীয়বারের মতো ’আর্থিক সাক্ষরতা দিবস’ পালিত হবে। আর্থিক সাক্ষরতা দিবসে শাখা/উপশাখার অভ্যন্তরে নি¤œলিখিত কার্যাবলী গ্রহন করতে হবেঃ ক্রম আর্থিক সেবা ও স্বাক্ষরতা/ শিক্ষা কর্মসূচী
১. ১০/৫০/১০০ টাকার হিসাব গুলোর গুরুত্ব ও তাৎপর্য
২. পূণঃঅর্থায়ন স্কীমের আওতায় ১০/৫০/১০০ টাকার হিসাবধারী প্রান্তিক জনগোষ্ঠীর অনুকুলে ঋণ প্রদান
৩. বিসিবি এডুকেশন ফিন্যান্স এর বিভিন্ন গুরুত্ব
৪. বিসিবি তারুন্য হিসাব এর বিভিন্ন গুরুত¦
৫. বিসিবি সৃজনী এর বিভিন্ন বিশেষ দিক
৬. বিসিবি নন্দিতা এর বিভিন্ন সুবিধা
৭. বিসিবি সুহৃদ প্রকল্প (শিক্ষা, চিকিৎসা, বিবাহ) এর বিশেষ দিক
৮. বিসিবি নির্ভার এর সুবিধা
৯. বিসিবি কৃষি উন্নয়ন ঋণ
১০. বিসিবি এসএমই Entrepreneur এর অধীনে কটেজ ও মাইক্রো ফাইন্যান্স স্কীম ।